সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫

রাসুল (সা.) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য: ধর্ম উপদেষ্টা

হোম পেজ » জাতীয় » রাসুল (সা.) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য: ধর্ম উপদেষ্টা
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিজ্ঞানের অগ্রগতি ও বিশ্বায়নের ফলে জীবন সহজ হলেও নৈতিক অবক্ষয়, পারিবারিক সংকট, সামাজিক বৈষম্য, সন্ত্রাসবাদ ও ধর্মীয় দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে রাসুল (সা.) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সীরাত অলিম্পিয়াড-২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় সংঘাত আজ বিশ্বের অন্যতম বড় সমস্যা। রাসুল (সা.) মদিনায় ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের নিয়ে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন, যেখানে সবার ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত ছিল। রাসুল (সা.) এর শিক্ষা হলো আন্তঃধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার প্রকৃত ভিত্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী। অতিথিদের মধ্যে শাইখ মুখতার আহমাদ, শাইখ রেজাউল করিম আবার, শাইখ সিফাত হাসান, শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান, শাইখ ড. আবুল কালাম আজাদ বাশার, শাইখ ফখরুদ্দিন আহমাদ, শাইখ নাসিরুদ্দিন হেলালী, শাইখ মুফতি সাইফুল ইসলাম ও শাইখ আব্দুল হাই সাইফুল্লাহ বক্তব্য রাখেন।

পরে উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন। এবারের সীরাত অলিম্পিয়াডে প্রায় ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সিলেকশন রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল শেষে তিনটি গ্রুপে ৩০ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১:১৭:১২ ● ১৮১ বার পঠিত