
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীতে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে একটি জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে দেশব্যাপী আয়োজনের অংশ।
রবিবার গৌরনদী উপজেলার কলেজ মসজিদ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন পার্টির বহির্বিশ্ব সদস্য মাসুম এলাহী। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভা সভাপতি ইউনুস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাকের পার্টির সভাপতি রিয়াজ মোর্শেদ জামান খান, সহসভাপতি হাজী মাস্টার মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক বাচ্চু শরীফ, মহিলা ফ্রন্ট বরিশাল জেলা সাধারণ সম্পাদিকা হাসিনা বেগম লিপি, বরিশাল জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শামীম মীর, উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ফ্রন্ট উপজেলা সভাপতি এমদাদুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মতিন দেওয়ান, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সৈয়দ শাহীন ও সম্পাদক সৈয়দ মিন্টু ও আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:২৪:৫১ ● ১৩৮ বার পঠিত