রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় বিএনপির সভায় স্বপনের বক্তব্য, নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিএনপির সভায় স্বপনের বক্তব্য, নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় বিএনপির সভায় স্বপনের বক্তব্য, নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির স্মরণ সভায় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। সেই দৃশ্য টেলিভিশনে হাসপাতালে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন।

তিনি অভিযোগ করেন, জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। এসময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় তার জন্য কিছু দল কোন্দল সৃষ্টি করছে। সরকার যদি জনগণকে ব্যালট পেপার দিতে চায় এবং কোনো দল তাতে বাঁধা দেয়, তবে তাদের মুখোশ উন্মোচন করা হবে।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন শরীফ ও মসজিদকে রাজনৈতিক অপকর্মে ব্যবহার করা হলে ধর্মপ্রাণ মানুষ তা বুঝতে পারবে।

শনিবার সন্ধ্যার পরে উপজেলা সদরের বিএইচপি একাডেমী বিদ্যালয় মাঠে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভা ছিল প্রয়াত বিএনপি নেতা খোকন মোল্লা ও মিরাজ ফকিরকে স্মরণ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গ্রেফতার ও মিথ্যা মামলার শিকার নেতাকর্মীদের সম্মান জানাতে আয়োজন।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির বরিশাল জেলা উত্তরের সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

বাংলাদেশ সময়: ১৪:০৬:০০ ● ১৩৪ বার পঠিত