শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ভরাডুবি বিএনপির মিথ্যাচার ও ট্যাগিংয়ের কারণে: শিবির সেক্রেটারি

হোম পেজ » পটুয়াখালী » ডাকসুতে ভরাডুবি বিএনপির মিথ্যাচার ও ট্যাগিংয়ের কারণে: শিবির সেক্রেটারি
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণেই ডাকসুতে তাদের ভরাডুবি ঘটেছে।-শিবির সেক্রেটারি-নুরুল ইসলাম সাদ্দাম

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ট্যাগিং আর মিথ্যাচারের রাজনীতির কারণে ডাকসু নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে।

শনিবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ইসলামী ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, টিভি টকশোতে আবরার ফাহাদ হত্যায় শিবিরের দায়ী করার অভিযোগ মিথ্যা। রাজাকারের ট্যাগ দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে সহিংসতা, হামলা, দখল এবং চাঁদাবাজি চালানো হয়েছিল। তারা এখন সেই পুরানো সহিংসতা ফিরিয়ে আনতে চায়। আমরা চাই সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ ফোরামের মহাসচিব শেখ মাসুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির গ্রীণ ফোরাম সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ।

অন্যান্য বক্তা ছিলেন পবিপ্রবি গ্রীণ ফোরাম সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: সাখাওয়াত জাকারিয়া, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো: হারুনুর রশিদ রাফি, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-নাহিয়ান এবং নবীন শিক্ষার্থী আল নাহিয়ান মোস্তাফিজ ও ফারিহা তাসনিম।

অনুষ্ঠান পবিত্র কুরআনের তেলোয়াত দিয়ে শুরু হয়। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৪ ● ১৫১ বার পঠিত