
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
মির্জাগঞ্জে ৫ শতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে ৫ শতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে স্বাস্থ্যসেবাসাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য ‘ভয়েজ ফর হিউম্যানিটি’ এর উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় সুবিদখালী সরকারি কলেজ একাডেমিক ভবনে মেহের আফরোজ ফাউন্ডেশন আয়োজনে এবং ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ ও পটুয়াখালী ক্লিনিক এর সহযোগিতায় ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রফেসর ডাঃ মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ) এবং ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এর তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
দিনব্যাপী ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। শিশু, হৃদরোগ, বক্ষব্যাধি, নাক, কান, গলা, চক্ষু, নিউরো ও মেডিসিন, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি, হরমোন, চর্ম ও ডায়াবেটিকস, প্রসূতি, ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ, বাত ব্যথা ও প্যারালাইসিস, মুখ ও দন্ত রোগ, ফিজিওথেরাপি, ইসিজি, আলট্রাসনোগ্রাফি, প্রস্রাব পরীক্ষা, চেস্ট অক্সিমিটার ও আদর্শ ওজন ক্যালকুলেশন সহ বিভিন্ন বিভাগে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয়রা বলেন, বাহিরে ডাক্তার দেখানোতে অনেক টাকা খরচ হতো। আজকে এখানে এতগুলো বিশেষজ্ঞ ডাক্তার একসাথে সেবা দেওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি।
ঢাকা আদ-দ্বীন মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের পরিচালক ডাঃ ইলিয়াস হোসেনের নেতৃত্বে ২৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ জন এবং পটুয়াখালী ক্লিনিকের ৩ জনসহ মোট ৫৪ জন বিশেষজ্ঞ ডাক্তার এই স্বাস্থ্যসেবা প্রদান করেন।
প্রফেসর ডাঃ মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ) বলেন, গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষ প্রাপ্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং তাদের সচেতন করা আমাদের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৬:১৪:১৯ ● ১৩০ বার পঠিত