
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
কুয়াকাটায় নতুন সদস্য সংগ্রহে এনসিপি’র লিফলেট বিতরণ
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় নতুন সদস্য সংগ্রহে এনসিপি’র লিফলেট বিতরণসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কুয়াকাটা সৈকত এলাকায় লিফলেট বিতরণ করেছে দলটির পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শাখা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সৈকতের আশপাশ ও জনবহুল এলাকায় দলীয় নীতি ও উদ্দেশ্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র পটুয়াখালী জেলা শাখার সদস্য ও কলাপাড়া উপজেলার সংগঠক ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মামুন, জেলা শাখার সদস্য মাহাবুবুল আলম নাঈম, মো. মনিরুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মামুন বলেন, আমরা চাই এনসিপি কেবল একটি নাম নয়, বরং মানুষের জীবনে পরিবর্তন আনার শক্তি হয়ে উঠুক। সদস্য সংগ্রহের পর পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও এলাকায় কাজের পরিকল্পনা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, লিফলেটের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড ও উদ্দেশ্য সহজে বোঝা যাচ্ছে। তবে স্বচ্ছতা ও দায়িত্ব বণ্টন বিষয়ে আরও তথ্য পেলে সংগঠনকে এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন তারা।
এনইউবি/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫১:১০ ● ৯৩ বার পঠিত