
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
নওগাঁ সীমান্তে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ
হোম পেজ » রাজশাহী » নওগাঁ সীমান্তে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ
সাগরকন্যা প্রতিবেদক, নওগাঁ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের ধরে পত্নীতলা থানায় সোপর্দ করেছে।
পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভোরে শীতলমাঠ বিওপির পিলার ২৫৪/১-এস এলাকার নিকট দিয়ে বিএসএফ ওই ১৬ জনকে ঠেলে দেয়। এরপর বিজিবির টহল দল তাদের ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশে থেকে আটক করে।
বিজিবি বলছে, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছেন। তাদের মূল নিবাস পাবনা জেলা বলে জানা গেছে।
আটককৃতদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। নিরাপত্তা ও পরিবেশ বজায় রাখতে সেখানে বিজিবি অতিরিক্ত টহল চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৩২:২১ ● ২২ বার পঠিত