বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটায় আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে জখম
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালেে পৌঁছান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে কলাপাড়া হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

গুরুতর আহত আনোয়ার জানান, মহিপুর থানার ধুলাসারের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনায় তিনি এক মাস আগে আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি কুয়াকাটায় গেলে হারুনের নেতৃত্বে ১০-১৫ জন অতর্কিতভাবে হামলা চালায়।

এ ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি অবগত হয়েছি। তবে লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০১:১৭ ● ২২১ বার পঠিত