বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫

গৌরনদীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বিরশাল)

 

বরিশালের গৌরনদীতে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে তরুণ প্রজন্মের ভুমিকা এবং সামাজিক সচেতনতা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা আয়োজন করেছে গৌরনদী ডিবেটিং সোসাইটি। উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে। অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির এবং প্রভাষক জিনাত জাহান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পী সিকদার।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাহিলাড়া ডিগ্রি কলেজ ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীরা। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫২:০৬ ● ৮৯ বার পঠিত