
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
অবশেষে পায়রা সেতুর টোল প্লাজায় উড়ল নতুন জাতীয় পতাকা
হোম পেজ » পটুয়াখালী » অবশেষে পায়রা সেতুর টোল প্লাজায় উড়ল নতুন জাতীয় পতাকাসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
অবশেষে পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় উড়ানো হলো নতুন জাতীয় পতাকা। কয়েক দিন ধরে সেখানে ছেঁড়া-ফাটা পতাকা উড়তে দেখা গেলেও সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
গতকাল বুধবার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা-এ ছেঁড়া পতাকার খবর প্রকাশিত হলে সেতু কর্তৃপক্ষের টনক নড়ে। এক দিনের মধ্যেই তৈরি করা হয় নতুন পতাকা এবং আজ বৃহস্পতিবার সকালে টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে ফ্ল্যাগস্ট্যান্ডে তা উত্তোলন করা হয়।
পায়রা সেতুর দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন দুঃখ প্রকাশ করে জানান, নিয়মিত পতাকা ওঠানো ও নামানোর দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী পতাকা ছিঁড়ে গেলেও কর্তৃপক্ষকে জানায়নি। এটি তার দায়িত্ব অবহেলা এবং অসচেতনতা ছাড়া কিছু নয়। এ ঘটনায় তাকে সতর্ক করা হয়েছে।
এমআর
বাংলাদেশ সময়: ১২:৪৫:৫৩ ● ৪০ বার পঠিত