
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
দুমকিতে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পাড়ে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনে ইতোমধ্যে নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক নদীতে বিলীন হয়েছে। বাকি অংশেও ফাটল ধরেছে। টেকসই মেরামত না হলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি কৃষক পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
স্থানীয়রা অভিযোগ করেন, ৩ কোটি টাকার নতুন সড়কটি নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই ভাঙতে শুরু করে, কারণ নদীর তীরে কোনো পাইলিং বা সাপোর্টিং ব্যবস্থা রাখা হয়নি।
এসময় বেড়িবাঁধ রক্ষার দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, দ্রুত সরজমিনে গিয়ে সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআর
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫০ ● ৩৫ বার পঠিত