বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে ৪টি আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে দুই দিনের অবস্থান

হোম পেজ » খুলনা » বাগেরহাটে ৪টি আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে দুই দিনের অবস্থান
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে ৪টি আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে দুই দিনের অবস্থান

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মত নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক এম এ সালাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করে দুই দিনের অবস্থান নেওয়া হয়েছে। তবে আসন না ফিরিয়ে দিলে গণস্বাক্ষর কর্মসূচি ও কঠোর আন্দোলন করা হবে।

গতকাল মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা উচ্চ আদালতে রিট করেন। অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মোঃ মজিবুর রহমান ও বিশ্বজিৎ দেবনাথ শুনানি করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেন। কমিশনকে আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে এই আন্দোলনে সর্বদলীয় সম্মিলিত কমিটি দুই দফা হরতাল, সরকারি অফিসে অবস্থান ধর্মঘট এবং মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ সময়: ১২:০৯:৫৪ ● ৩১ বার পঠিত