
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
৪ জনের অবস্থা গুরুতর চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিককে বার্ন ইউনিটে ভর্তি
হোম পেজ » চট্টগ্রাম » ৪ জনের অবস্থা গুরুতর চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিককে বার্ন ইউনিটে ভর্তিসাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে থানার বৈলতলি এলাকার ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শ্রমিকরা ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করছিলেন। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১০ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদেরকে ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১০:৩৬:৩১ ● ৮০ বার পঠিত