
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে গাছ কর্তন কাণ্ডে সেই স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গাছ কর্তন কাণ্ডে সেই স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কারসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
সরকারি গাছ কাটার অভিযোগে গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় রোকনকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুর রহমান নিজাম জানান, তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। সংগঠনের স্বার্থে রোকনকে বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিল না।
গত ৭ সেপ্টেম্বর গভীর রাতে টরকী বন্দরের ছাগলহাট সংলগ্ন হাজী আবুল হোসেনের বাড়ির সামনে সরকারি সড়কের পাশের সাতটি গাছ শ্রমিক দিয়ে কাটান রোকন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
ঘটনার পর জেলা স্বেচ্ছাসেবক দল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ার পাশাপাশি সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল করায় পরিস্থিতি আরও জটিল হয়।
এ বিষয়ে সদ্য বহিষ্কৃত রোকন দাবি করেন, গাছ কাটার জন্য আবেদন ছিল। তিনি ভেবেছিলেন অনুমোদন মিলেছে। ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তবে তার আত্মীয় হাজী আবুল হোসেন স্বীকার করেন, অনুমোদন মেলেনি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি নিশ্চিত করেন, গাছ কাটার আবেদন এসেছিল, তবে অনুমোদন দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১০:২৪:০৫ ● ৮৬ বার পঠিত