মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
পিরোজপুরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত নেছারাবাদের আসলাম ও রফিকুল
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত নেছারাবাদের আসলাম ও রফিকুল
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক-২০২৫’ ক্যাটাগরিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুই শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম ‘প্রধান শিক্ষক’ ক্যাটাগরিতে এবং দক্ষিণ কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ‘সহকারী শিক্ষক’ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের নিবেদিত সেবা, সৃজনশীল শিক্ষণ পদ্ধতি এবং বিদ্যালয় পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
এ অর্জনে নেছারাবাদ উপজেলা ও জেলার শিক্ষক সমাজে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় শিক্ষক মহল বলছে, এটি শুধু ব্যক্তিগত সম্মান নয়, পুরো উপজেলার শিক্ষাক্ষেত্রের জন্য গৌরবের বিষয়।
সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, শিক্ষকতা তার কাছে পেশা নয়, জীবনের উদ্দেশ্য। এই সম্মান তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি চান শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশের সম্পদ হয়ে উঠুক।
প্রধান শিক্ষক মো. আসলাম বলেন, এ অর্জন একার নয়, এটি বিদ্যালয়, শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সাফল্য। তিনি শিক্ষার্থীদের সপ্রতিভ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ জানান, নেছারাবাদের দুই শিক্ষক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তারা গর্বিত। এটি শুধু তাদের সাফল্য নয়, পুরো উপজেলার শিক্ষাক্ষেত্রের জন্য একটি মাইলফলক। এ অর্জন অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ সময়: ১৬:২৭:১৬ ● ১৯২ বার পঠিত
