সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫

কাউখালীতে মাদক-সন্ত্রাস প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে মাদক-সন্ত্রাস প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে মাদক-সন্ত্রাস প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. বায়োজিদ ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হুমায়ুন কবীর।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন, চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও ইতিবাচক ভূমিকা রাখা জরুরি।

তিনি আরও বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে জনগণ আরও ভালো সেবা পাবে। ভুল তথ্য দিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৩:৪২:৪৭ ● ৩২ বার পঠিত