রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাবুগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের কমিটি ঘোষণা

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের কমিটি ঘোষণা
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


বাবুগঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের কমিটি ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা আহ্বায়ক সৌমেন্দ্র সাহা সমীর ও সদস্য সচিব আশিস কুমার হালদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন বিপ্লব মিস্ত্রী। সদস্য সচিব হয়েছেন শিবু দাস। সিনিয়র আহ্বায়ক তপন মন্ডল এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন তপন মিত্র, উত্তম মন্ডল, উজ্জল সিংহ, সজল চন্দ্র বৈদ্য, স্বপন করাতীসহ অনেকে।

বাকি সদস্য পদে রয়েছেন তমাল বৈদ্য, সুজয় দাস, উষাদ দাস, সমীর চন্দ্র দাস, সুবেদ রায়, রনি হালদার, কমল কর্মকার, সুমন দাস, আনন্দ হালদার, গোপাল হালদার, সুজন দাস, সৌরভ রায়, মরণ দাসসহ আরও অনেকে।

আহ্বায়ক বিপ্লব মিস্ত্রী বলেন, এ দেশ আমাদের সকলের। সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কার্যক্রম পরিচালনা করবো।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩১ ● ৮৭ বার পঠিত