শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫

ফলোআপ– লেবুখালীর অজ্ঞাত লাশের পরিচয় মিলল

হোম পেজ » পটুয়াখালী » ফলোআপ– লেবুখালীর অজ্ঞাত লাশের পরিচয় মিলল
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


---সাগরকন্যা প্রতিবেদক, দুমকী (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার পাশে সড়ক থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম সজল (২৫)। তিনি বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের রঞ্জিত কর্মকারের ছেলে।

বুধবার রাতে ট্রাফিক পুলিশ বক্সের কাছে রক্তমাখা অবস্থায় এক যুবক ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে দুমকি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে তাকে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সজল মোবাইল মেকানিকের কাজ করতেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, সজলের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৬ ● ১০৫ বার পঠিত