
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটকসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলে আটক হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের সমন্বয়ে আলীপুর-মহিপুর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।
পরে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। আটক জেলেসহ বোটটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২:০৭:৫৯ ● ৩৭ বার পঠিত