বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীতে তদবির-ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশের চাকরি

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে তদবির-ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশের চাকরি
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫


পটুয়াখালীতে তদবির-ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশের চাকরি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীতে ঘুষ বা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২জন তরুনী এবং ১৯জন তরুন। তারা সবাই মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় পটুয়াখালী পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ বছর ২১ জনের বিপরীতে আবেদন করেন এক হাজার ৮০৪ জন। তাদের মধ্যে ২৪০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।

জেলা পুলিশ সূত্র জানায়, ১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ২৯ আগস্ট শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ ২৪০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ২১ জনকে নির্বাচিত করা হয়।

চাকরির সুযোগ পেয়ে অনেক প্রার্থী আবেগে কেঁদে ফেলেন। তারা জানান, দারিদ্র্যের কারণে পড়ালেখা চালানোই কঠিন হয়ে উঠেছিল। বিনা খরচে চাকরি পেয়ে তারা দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।

ফলাফল ঘোষণার পর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন।

বাংলাদেশ সময়: ২১:২৯:৩৬ ● ১১২ বার পঠিত