
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
কুয়াকাটায় সাংবাদিক মিরন হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় সাংবাদিক মিরন হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলার অন্যতম আসামী ইলিয়াস হোসেন মিলুকে (৪৩) ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পটুয়াখালী ডিবি পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার মাদক কারবারিদের নিয়ন্ত্রক ও এর আগেও একটি হত্যা মামলার আসামি। এছাড়া কুয়াকাটার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইলিয়াস কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের ভাইয়ের ছেলে, তার বাবার নাম শানু হাওলাদার।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরনকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় এর আগে সন্দেভাজন আসামীদের আটক করে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া গ্রামের এই ইলিয়াসের নেতৃত্বে গত ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে মিরনের ওপর হামলার ঘটনা ঘটে। ওইদিন ঢাকা থেকে কুয়াকাটায় পৌছে গাড়ি থেকে নেমে বাসায় ফেরার সময় হামলার শিকার হন তিনি। বাসায় ঢোকার আগমুহূর্তে দরজার সামনে সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি মিরনকে কুপিয়ে ফেলে রাখে। পরে মিরনের পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এসময় তার বাম হাতের বাহু বরাবর প্রায় বিচ্ছিন্ন এবং ডান হাতের কব্জি কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়া কপালে, মাথায়, পেটে ও হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার অপচেষ্টা চালায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ১৩ ফেব্রুয়ারি সাংবাদিক মিরনের বাবা সাবেক স্কুল শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা করে। স্থানীয়রা জানান, ইলিয়াসের নেতৃত্বে গড়েওঠা একটি চক্র পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মিরনের ওপর নৃশংসভাবে হামলা চালায়। এই ন্যাক্কারজনক হমলার ঘটনার পরদিন থেকে গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। ইতিপূর্বে মহিপুর থানাপুলিশ সন্দেভাজন কয়েকজনকে ধরে রিমান্ডসহ সত্যউদঘাটনে চেষ্টা চালিয়ে ইলিয়াসের জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হন।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের মামলায় ইলিয়াস হোসেনকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, আমাদের তদন্তে যখন যেটা সামনে আসছে সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি এবং প্রয়োজনে বাদীর সাথেও আলোচনা করছি।
বাংলাদেশ সময়: ১১:৩০:৫১ ● ১৪০ বার পঠিত