
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা
হোম পেজ » ভোলা » ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাসাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বাপ্তা ইউনিয়নের উত্তর-পশ্চিম বাপ্তা এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নোমানী ওই এলাকার এনামুল হকের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় স্ত্রী-সন্তানরা বাড়িতে ছিলেন না। তিনি একা ছিলেন। রাত ১০টার দিকে তার ঘর থেকে বাঁচাও বাঁচাও শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ জানান, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।
এদিকে নোমানীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ৫:০১:৪৯ ● ৯৪ বার পঠিত