
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
সা্গরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ডোবার পানিতে পড়ে মোহাম্মদ আরহাম হাওলাদার (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ আরহাম উজিরপুর উপজেলা সদরের টেম্পুস্ট্যান্ড এলাকার সজীব হাওলাদারের ছেলে। তিনি শুক্রবার তাঁর নানা সৌরভ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে পরিবারের নজর এড়িয়ে খেলতে গিয়ে শিশুটি কলেজ ক্যাম্পাসের ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কলেজের নির্মাণকাজের সময় ঠিকাদার মাঠ থেকে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে ফেলে। এতে ছোট ডোবা তৈরি হয় যা বৃষ্টির পানিতে ভরে থাকে। ঠিকাদারের অবহেলা ও উদাসীনতার কারণে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৭:০০:১৪ ● ৮৬ বার পঠিত