বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
মহিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে পানিতে ডুবে রায়হান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান স্থানীয় দিনমজুর জুয়েল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের অগোচরে রায়হান বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৮ ● ১৯০ বার পঠিত
