বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি নেতা বেলাল ইদ্রিশী’র মন্তব্য: নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা চলছে

হোম পেজ » রাজশাহী » বিএনপি নেতা বেলাল ইদ্রিশী’র মন্তব্য: নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা চলছে
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫


আনন্দ র‌্যালি ও মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ত্বদানকারী বিএনপি নেতা বেলাল ইদ্রিশী

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

বিএনপির বিশিষ্ট নেতা ও সমাজসেবক বেলাল ইদ্রিশী বলেছেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল পিআর ও অন্যান্য অযৌক্তিক দাবি করছে। এগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ ভোট চায়। অতীতে নির্বাচন কারচুপি করে ব্যাহত করা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন করে একটি ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। সেই একই মহল আবারও নির্বাচনের প্রহসন ঘটানোর চেষ্টা করছে।

বেলাল ইদ্রিশী আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি জোর দাবি জানাচ্ছে- জনগণ যাকে খুশি ভোট দেবে। যারা পিআর দাবি করছে, তারা দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে। অতীতেও তারা কখনও বিএনপির সঙ্গে এবং কখনও ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আঁতাত করেছে কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৯ ● ২২২ বার পঠিত