
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
পটুয়াখালীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে শোভাযাত্রা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি শুরু হয়। সার্কিট হাউস সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে শেষ হয়।
ব্যানার-ফেস্টুন ও স্লোগানে শোভাযাত্রা মুখরিত ছিল। ছাত্রদল, যুবদল, মহিলা দল, আইনজীবী ফোরামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, প্রায় ১০ হাজার নেতা–কর্মী ও সমর্থক যোগ দেন। প্রত্যন্ত গ্রাম থেকেও অনেকে আসেন।
দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেতাকর্মীরা উদ্দীপ্ত ছিলেন। এর আগে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়।
শেষে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু বক্তব্য দেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পূর্ণতা নিশ্চিত করে দেশ এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৮:৫০:৩৬ ● ১৮২ বার পঠিত