
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
পটুয়াখালীতে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিল
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে ডিপ্লোমা শিক্ষার্থীদের মশাল মিছিলসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির বিরুদ্ধে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বিএসসির দাবিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে স্লোগান দেয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী পলিটেকনিকের সিভিল অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান ইভান এবং সিভিল ষষ্ঠ সেমিস্টারের আসিফুল ইসলাম রিশাদসহ অনেকে।
বক্তারা বলেন, দশম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘ আন্দোলনের অর্জন। ২০১৩ সালের রক্তঝরা আন্দোলনের মাধ্যমে এই গ্রেড অর্জিত হয়েছে। এটিকে কেড়ে নিতে চাইলে সারাদেশের ৪৯ সরকারি পলিটেকনিক, চলমান নির্মাণাধীন প্রকল্প ও ৫০০ বেসরকারি পলিটেকনিককে বন্ধ ঘোষণা করতে হবে।
তারা অভিযোগ করেন, বিএসসির পক্ষ থেকে যে তিন দফা দাবি দেওয়া হয়েছে তা ভুয়া, অযৌক্তিক এবং স্ববিরোধী। এই দাবির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২১:১০:২৫ ● ১১০ বার পঠিত