
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
গোবিপ্রবির আইন বিভাগের চেয়ারম্যানের পক্ষে এবার মানববন্ধন
হোম পেজ » ঢাকা » গোবিপ্রবির আইন বিভাগের চেয়ারম্যানের পক্ষে এবার মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের চেয়ারম্যান ড. রাজিউর রহমানকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী ইমন হোসেন। এসময় মাহমুদ, জয় মজুমদার, ফাইদ, রামিম, জনি তালুকদার, ঈশিতা, আ. রহমান তানভীর, মেহেদী হাসান ও রাফিসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যমূলক ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে ড. রাজিউর রহমান এবং আইন বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৩১ ● ১৩৪ বার পঠিত