মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫

মোরেলগঞ্জে নকল ব্যান্ডের তামাকজাত পণ্য জব্দ

হোম পেজ » খুলনা » মোরেলগঞ্জে নকল ব্যান্ডের তামাকজাত পণ্য জব্দ
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


মোরেলগঞ্জে নকল ব্যান্ডের তামাকজাত পণ্য জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহটের মোরেলগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে বিভিন্ন নকল ব্রান্ডের সিগারেট, গুল, জর্দা ও বিড়ি জব্দ করেছে জেলা কাস্টমস এর একটি দল। মঙ্গলবার (২৬আগষ্ট) দুপুরে উজ্জল স্টোর, রাজিব মুন্সির দোকানে অভিযান চালায় জেলা কাস্টমস‘র ওই দল।
জেলা কাস্টমস‘র সুপারিন্টেনডেন্ট এএইচএম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উজ্জল স্টোর, রাজিব মুন্সির দোকান থেকে নকল ব্যান্ডের তামাকজাত পণ্য সরবরাহ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই।
তিনি আরও জানান, অভিযানের সময় তামাকজাত পণ্যের ক্যাশমেমো বা বৈধ চালান না থাকায় ও নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে এমন সন্দেহে কয়েক কার্টুন বউ শাহজাদী, হেনাপাতি, মনিপুরী ও খানপুর জর্দা, গুল, নেভী সিগারেট, শেখ সিগারেট, এলডি ফ্রেশ ও এলডি রেড সিগারেট জব্দ করা হয়েছে।

 

 

এমই/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:২৩ ● ১০৬ বার পঠিত