মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
আমতলীতে অপহরণের ৮দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী!
হোম পেজ » বরগুনা » আমতলীতে অপহরণের ৮দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী!![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে অপহরণের ৮দিন পার হলেও উদ্ধার হয়নি এক কলেজছাত্রী। বাবার অভিযোগ, প্রধান আসামি বাদল মন্ডল (২০) ও তার সহযোগীরা মেয়েকে ধর্ষণের পর হত্যা করতে পারে। দ্রুত উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, মামলার পর অপরূতাকে উদ্ধারে অভিযান চলছে।
১৮ আগস্ট সকালে উত্তর টেপুড়া গ্রামের ওই ছাত্রীকে বাদল মন্ডল, সমির নেপ্তি ও সবুজ হাওলাদারসহ কয়েকজন মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাঁধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের ভয় দেখানো হয়।
ঘটনার দিনই ছাত্রীর বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বাদল মন্ডলকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়।
ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৩:৫২:০০ ● ২৬৭ বার পঠিত
