শনিবার ● ২৩ আগস্ট ২০২৫

কুয়াকাটা সৈকতে লাল কম্বল জড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে লাল কম্বল জড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন চরগঙ্গামতি এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, সকালে সমুদ্রপাড়ে গিয়ে তারা লাল কম্বল জড়ানো মরদেহটি দেখতে পান। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক ঝড়ো আবহাওয়ায় সমুদ্রে দুর্ঘটনার শিকার কোনো মাছধরা ট্রলারের জেলের মরদেহ হতে পারে এটি। পুলিশও এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১০:৩৬:০৫ ● ১০০ বার পঠিত