
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
মোংলায় হরিণের মাংসসহ শিকারী আটক
হোম পেজ » খুলনা » মোংলায় হরিণের মাংসসহ শিকারী আটক
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি পা সহ এক শিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোররাতে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা মোংলার সাইলো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জয়মনি এলাকার বাসিন্দা হাসান (৩৪) নামে এক কুখ্যাত হরিণ শিকারীকে আটক করা হয়। তার কাছ থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি পা উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত মাংস ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৭ ● ১৫৯ বার পঠিত