বুধবার ● ২০ আগস্ট ২০২৫

মহিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


 

মহিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

মৎস্য বন্দর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

মহিপুর থানা স্বেচ্ছাসেবক দল আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার। প্রধান বক্তা ছিলেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান। ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৩২:১৪ ● ৪২ বার পঠিত