বুধবার ● ২০ আগস্ট ২০২৫

মহিপুরে অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে জরিমানা ও কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে জরিমানা ও কারাদণ্ড
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


মহিপুরে অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে জরিমানা ও কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর থানাধীন আন্ধার মানিক নদী মোহনায় খাজুরা বালু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত ৫ লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এবং ১৫ ধারার অধীনে এ দণ্ড প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার আবদুল খালেকের পুত্র মো শাহীন (৫৫) ও মো রেজাউল (৩৫) এবং মো রশিদের পুত্র মো জীবন (৩৫), ফরিদপুর জেলার বোয়ালমারীর মো হাবিবরের পুত্র মো মনিরুল ইসলাম (৪২) ও বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আবদুল বারেক মুসল্লীর পুত্র মো রবিউল (৪৩)।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আটক ও দণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

বাংলাদেশ সময়: ২১:০০:৪০ ● ১০৭ বার পঠিত