মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫


পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজ পুকুরের পাশে বৃক্ষরোপণ এবং শহীদ হৃদয় তরুয়া চত্ত্বরে বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন উপস্থিত ছিলেন। এরপর শান্তির পায়রা উড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নেতৃবৃন্দ দলটির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা লঞ্চঘাট চত্ত্বরে গিয়ে শেষ হয়। ঘোড়াসহ ঢাকঢোল পিটিয়ে এবং নাচগেয়ে উল্লাস প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৭:২৪ ● ১৪৪ বার পঠিত