
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে চরফ্যাশনে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিখি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। পরে সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সম্মাননা পান উদ্যোক্তা মিজানুর রহমান (শশীভূষণ), দেশিজাতের শাছ চাষে অবদানের জন্য মো. সফিকুল ইসলাম খোকন (আমিনাবাদ), মৎস্যজীবী সংগঠন ‘পাঁচ কপাট মৎস্যজীবী গ্রাম সমিতি’ (হাজারীগঞ্জ, চরফ্যাশন) এবং প্রতিষ্ঠান ‘সামরাজ মৎস্য আড়ৎ মালিক সমিতি লিমিটেড’।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বিএনপির নেতা মীর আজাদ, সামরাজ মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আজ্জি পাটোয়ারি, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন মাছঘাটের জেলেরা।
সভায় প্রধান অতিথি ইউএনও রাসনা শারমিন মিখি বলেন, জেলেদের কেউ কেউ অবৈধ জাল ও বিষ ব্যবহার করে মাছ শিকার করছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম বহু প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৮:২৭ ● ৩৯ বার পঠিত