
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
নতুন রূপে আটঘর-কুড়িয়ানা: খুশি পর্যটক ও স্থানীয়রা
হোম পেজ » পিরোজপুর » নতুন রূপে আটঘর-কুড়িয়ানা: খুশি পর্যটক ও স্থানীয়রামো. রুহুল আমীন, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা ভাসমান পেয়ারা বাজার এখন আগের চেয়ে বেশি শান্ত ও সুশৃঙ্খল। উপজেলা প্রশাসনের পদক্ষেপে পর্যটন এলাকায় নিরাপদ ও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পর্যটক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন ইউএনও মো. জাহিদুল ইসলামের কর্মকাণ্ডে।
গত ২৭ জুলাই ইউএনও ছয় দফা নির্দেশনা জারি করেন। গুরুত্বপূর্ণ দফাগুলো হচ্ছে, পর্যটন এলাকায় শব্দদূষণ ও অশ্লীলতা বন্ধ, প্লাস্টিক বর্জ্য ফেলা নিষিদ্ধ, বড় ট্রলারের চলাচল সীমিতকরণ এবং ভ্রমণকারীদের ছোট নৌযান ব্যবহারে উৎসাহ প্রদান।
স্থানীয় ব্যবসায়ী অর্নব মজুমদার সাগরকন্যাকে বলেন, আগে বড় ট্রলার ও লাউডস্পিকারের শব্দে ভোগান্তি ছিল; এখন পরিবেশ অনেক ভালো।
পেয়ারা চাষি মৃত্যুঞ্জয় মন্ডল বলেন, আমরা ছোট নৌকায় পেয়ারা পরিবহন করি; বড় ট্রলারের ঝুঁকি কমায় স্বস্তি পেয়েছি।
নৌকা চালক দেলোয়ার হোসেন ও সুজন জানান, নির্দেশনার পর পর্যটকদের নিরাপদে ভ্রমণ করানো সহজ হয়েছে।
ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, আটঘর-কুড়িয়ানা পরিবেশ-সংবেদনশীল এলাকা; পর্যটনের পাশাপাশি প্রকৃতি ও স্থানীয়দের স্বার্থ রক্ষায় সবার সহযোগিতা দরকার। লাউডস্পিকার বন্ধসহ ছয় দফা বাস্তবায়নে শৃঙ্খলা ফিরেছে।
বর্ষায় দেশি-বিদেশি পর্যটকের ভিড় বাড়ে। সাম্প্রতিক প্রশাসনিক উদ্যোগে এলাকা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও মনোরম হয়েছে বলেও দাবি এলাকাবাসীর।
বাংলাদেশ সময়: ২২:৩৯:০৪ ● ৪০ বার পঠিত