
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
নেছারাবাদ রাজবাড়ী ডিগ্রি কলেজে পরিচিতি ও অভিভাবক সমাবেশ
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদ রাজবাড়ী ডিগ্রি কলেজে পরিচিতি ও অভিভাবক সমাবেশসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদের ঐতিহ্যবাহী রাজবাড়ী ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজ অডিটোরিয়ামে এসবের আয়োজন করা হয়।
সভায় নবনির্বাচিত গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি শাহ নাজিম উদ্দীন।
বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ফকির শাহ নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাবেক সদস্য মো. মজিবুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য ময়নুল হক, অভিভাবক মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মো. মনিরুজ্জামান, মো. ইদ্রিস আলী ফকির ও একাদশ শ্রেণির শিক্ষার্থী বাধন মণ্ডল।
বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানান। তারা কলেজের শিক্ষা পরিবেশ উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর অনুমোদনে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরে নতুন গভর্নিং বডির পরিপত্র জারি করা হয়। নবনির্বাচিত সভাপতি শাহ নাজিম উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা ফকির শাহ নাসির উদ্দীনের ছেলে।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩৫ ● ৯৯ বার পঠিত