রবিবার ● ১৭ আগস্ট ২০২৫

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ সমর্থক হওয়া লাগে না- অভিনেতা সাদ্দাম মাল

হোম পেজ » সর্বশেষ » বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ সমর্থক হওয়া লাগে না- অভিনেতা সাদ্দাম মাল
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫


অভিনেতা সাদ্দাম মাল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা সাদ্দাম মাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান ও সমালোচনার জবাব দিয়েছেন।

তিনি লেখেন, বঙ্গবন্ধুকে ভালোবাসা মানেই আওয়ামী লীগকে ভালোবাসা নয়, তাকে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ সমর্থক হওয়া লাগে না। আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে ভালোবাসলে তা স্বীকার করতেন। কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও মাওলানা ভাসানীসহ জাতীয় নেতাদের রাজনীতির ঊর্ধ্বে বিবেচনা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করি, ইসলামিক কয়েকটি দল ছাড়া। আগে হয়তো কোনো দলে যুক্ত ছিলাম, এখন দলমুক্ত।

গত জুলাই-আগস্ট আন্দোলনে বিবেকের তাড়নায় অংশ নিয়েছিলাম বলেও জানান সাদ্দাম মাল। এতে তার পরিবারকে গালাগালি ও হুমকি দেওয়া হয়েছে। তার ফেসবুক অ্যাকাউন্টও বারবার রেস্ট্রিকশনের মুখে পড়েছে।

অভিনেতা উল্লেখ করেন, অতীতে মানবিক কারণে আওয়ামী লীগের আমলেও বিএনপি নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন। সব ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করেন।

 

অভিনেতা সাদ্দাম মাল

সম্প্রতি ‘রেষারেষি’ নাটক নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, কাজ সম্পূর্ণ কাল্পনিক, কাউকে হেয় করার উদ্দেশ্য নেই।

রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করে তিনি লিখেন, মানুষ রাজনীতিতে সময় ব্যয় করে, অথচ পরিবার ক্ষোভে বলে- রাজনীতি করে কি করছো, কয় টাকা আয় করছো- তাহলে বুঝতে হবে পথ ভুল।

সাদ্দাম মাল বলেন, আমি স্বাধীনতা ও ৭১-এর চেতনায় বিশ্বাসী। রিযিক মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। আমার লক্ষ্য পরিবারের কল্যাণ ও মানুষের মঙ্গল।

বাংলাদেশ সময়: ০:০৭:১৪ ● ৫৮৫ বার পঠিত