
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
গৌরনদীতে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পূজা উদ্যাপন কমিটির আয়োজনে এ কর্মসূচি হয়। সকাল ৯টায় মঙ্গল ঘট স্থাপন ও ১০টা ১ মিনিটে অমৃতযোগে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০টা ১০ মিনিটে গোপালকে নিয়ে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শুরুর আগে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার।
উপস্থিত ভক্তরা জানান, জন্মাষ্টমীর এই মহোৎসব ভক্তি, আনন্দ ও ঐক্যের বার্তা বহন করে।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:২২ ● ৮৩ বার পঠিত