
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
মাদ্রাসায় দুই শিশুর রহস্যময় মৃত্যু
হোম পেজ » রাজশাহী » মাদ্রাসায় দুই শিশুর রহস্যময় মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থী মারা গেছেন।
শনিবার ভোররাতে ডোবার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুদের নাম জামিলা খাতুন (১০) এবং তানিয়া আক্তার নিশি (১২)। তারা যথাক্রমে বেগপুর ও লেবুডাঙা গ্রামের।
স্থানীয়রা, পুলিশ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
রাত আড়াইটার দিকে জামিলা ও তানিয়া বমি করে পেট ব্যাথা জানান।
দুই শিশুকে দ্রুত গাড়িতে করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪:১৪:৩৪ ● ৮২ বার পঠিত