
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
গৌরনদীতে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদানসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা ও যাকাত ফান্ডের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গৌরনদী ইসলামিক মিশন ও ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে ইসলামিক মিশনের মিলায়তনে সিনিয়র মেডিকেল অফিসার ও মিশন প্রধান ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মোয়াজ্জেম হোসেন, ফার্মাসিস্ট জহিরুল ইসলাম প্রমূখ। শেষে ১৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এএসআর/এমআর
বাংলাদেশ সময়: ১৯:০৯:৫৫ ● ৯৭ বার পঠিত