
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ
হোম পেজ » রংপুর » পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফসাগরকন্যা প্রতিবেদক, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার গভীর রাতে বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ৯৩ টিয়াপাড়া বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
পুশইন হওয়া ২৩ জনের মধ্যে ১৩ জন মহিলা, ৯ জন পুরুষ ও ১ জন শিশু। তারা যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। গত ১০ বছর ধরে ভারতের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও শ্রমিকের কাজ করছিলেন তারা।
ভোরে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিজিবিকে খবর দিলে বিজিবি তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে নিয়ে যায়। এরপর জিডি মূলে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৭ ● ৯০ বার পঠিত