মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫

ভাগাভাগি করে খেলেন নিজেরা কুয়াকাটায় জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাস

হোম পেজ » কুয়াকাটা » ভাগাভাগি করে খেলেন নিজেরা কুয়াকাটায় জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাস
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকার জেলে সোহেল মাঝির জালে মঙ্গলবার সকালে ১৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

বর্তমানে বাজারে পাঙ্গাস মাছের কেজি দাম ১২০০ থেকে ১৪০০ টাকা হলেও, জেলেরা এটি বিক্রি না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়েছেন। প্রায় ২০ জন জেলে মাছটি ভাগ করে নিয়েছেন।

সোহেল মাঝি জানান, গত চার বছরে এত বড় পাঙ্গাস তাদের জালে আর ধরা পড়েনি। খুটাজাল টানার সময় মাছটি জালে আটকে থাকতে দেখে সবাই খুব খুশি হয়েছেন।

কুয়াকাটা ফিস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির মুন্সী বলেন, বড় সাইজের পাঙ্গাস মাঝে মাঝে ধরা পড়ে এবং এর বাজার মূল্য ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, কুয়াকাটার ব্রাকিশ পানির কারণে পাঙ্গাস মাছ দ্রুত বৃদ্ধি পায়। পরিবেশগত পরিবর্তন ও নদী দূষণের কারণে মাছের আবাসস্থল পরিবর্তিত হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞার ফলে বড় মাছের প্রজনন বৃদ্ধি পাচ্ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞার ফলে মৎস্য বিভাগের কার্যকর অভিযানে বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০২:৪৯ ● ১৬১ বার পঠিত