সোমবার ● ১১ আগস্ট ২০২৫

নেছারাবাদে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


নেছারাবাদে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

মাপে কম দেওয়া ও অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের অভিযোগে নেছারাবাদে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় জগৎপট্টি বন্দরে এ অভিযান চালানো হয়।

এসময় লোড পয়েন্ট হাসানের দোকানে তেলের মাপে কম দেওয়ায় ১০ হাজার টাকা এবং সোনালী বেকারিকে অপরিষ্কার ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৮ অনুযায়ী মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার টাকা।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩১ ● ২২২ বার পঠিত