সোমবার ● ১১ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যা কুয়াকাটায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

হোম পেজ » কুয়াকাটা » সাংবাদিক তুহিন হত্যা কুয়াকাটায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


---

সাগররকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং একই ঘটনায় সাংবাদিক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করার প্রতিবাদে কুয়াকাটায় সাংবাদিকরা মানববন্ধন করেছে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও হুমকির বিরুদ্ধে তাদের অবস্থান জানানো হয়।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন। তাঁরা অনিয়ম, দুর্নীতি, জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে কলম ধরেন, অথচ নিজেরাই নিরাপত্তাহীনতার শিকার হয়ে নিজেরাই খবর হয়ে যান। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানির ঘটনা বেড়ে যাওয়া উল্লেখ করে উদ্বেগ জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবিতে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৩ ● ২০০ বার পঠিত