
সোমবার ● ১১ আগস্ট ২০২৫
কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ বিক্রেতা আটক
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ বিক্রেতা আটকসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ মো. ইমরান জমদ্দার (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় বেশ হট্টগোলের সৃষ্টি হয়। এবং তার কাছথেকে দুই কেজি গাঁজা পাওয়া গেছে। ইমরানের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে। সে ওই গ্রামের জলিল জমদ্দারের ছেলে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, গাঁজা বিক্রির উদ্দেশ্যে ইমরান নমরহাট বাজারে আসলে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার তাকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩২:৪৪ ● ৮৫ বার পঠিত