
সোমবার ● ১১ আগস্ট ২০২৫
দুমকিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয় ভাঙচুর মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পারিবারিক সূত্রের অভিযোগ, বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় জামিনে থাকা অবস্থায় হয়রানির উদ্দেশ্যে পুনরায় গ্রেফতার করা হয়েছে। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, সোমবার তাকে কোর্টে সোপর্দ করা হবে।
এমআর
বাংলাদেশ সময়: ১২:০০:৫৭ ● ১০১ বার পঠিত