রবিবার ● ১০ আগস্ট ২০২৫
দুমকিতে শ্রমিকদল নেতাকে অব্যাহতি
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে শ্রমিকদল নেতাকে অব্যাহতি ![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিকদলের মুরাদিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. শাহিন আলম (ফোরকান) দলীয় সব পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
রবিবার দুপুরে জেলা শ্রমিকদলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে জেলা সভাপতি জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নির্দেশে শাহিন আলমকে ইউনিয়ন সভাপতিসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, দালালি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
এমআর
বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৭ ● ২১৩ বার পঠিত
