শনিবার ● ৯ আগস্ট ২০২৫

দশমিনায় বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি
শনিবার ● ৯ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারসংলগ্ন ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় ১৩-১৪ বছরের এক কিশোর ঘরের টিনের চালা দিয়ে ভেতরে ঢুকে সামনের দরজা খুলে দেয়। পরে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ভুক্তভোগী শাহিরুল ইসলাম জানান, ডাকাতরা ধারালো দা দেখিয়ে তার হাত-পা বেঁধে আলমারির চাবি দাবি করে। চাবি না পেয়ে তারা মারধর করে এবং তার স্ত্রীকে ভয় দেখায়। পরে আলমারি থেকে ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার ও বৃহস্পতিবার ব্যাংক থেকে তোলা ৯ লাখ টাকা নিয়ে যায়।

দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০০:১১ ● ১১৪ বার পঠিত