
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
দশমিনায় বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতিসাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারসংলগ্ন ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় ১৩-১৪ বছরের এক কিশোর ঘরের টিনের চালা দিয়ে ভেতরে ঢুকে সামনের দরজা খুলে দেয়। পরে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ভুক্তভোগী শাহিরুল ইসলাম জানান, ডাকাতরা ধারালো দা দেখিয়ে তার হাত-পা বেঁধে আলমারির চাবি দাবি করে। চাবি না পেয়ে তারা মারধর করে এবং তার স্ত্রীকে ভয় দেখায়। পরে আলমারি থেকে ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার ও বৃহস্পতিবার ব্যাংক থেকে তোলা ৯ লাখ টাকা নিয়ে যায়।
দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:০০:১১ ● ১১৪ বার পঠিত